কেউবা বলেন হাওরের রাজধানী। রূপের রানিও বলেন কেউ কেউ। কবিরা বলেন জোছনার শহর। হাওর-বাঁওড় আর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিজের মতো করে তুলে ধরতে সুনামগঞ্জের সুনাম এভাবেই লোকমুখে প্রচারিত হয়েছে। বর্ষার অবসান ঘটিয়ে প্রকৃতিতে তখন তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়েছে মাত্র। শরতেও পিছু ছাড়েনি বিদায়ী বর্ষার বৃষ্টি। তখনই একদিন যাদুকাটা নদ, শিমুলবাগান, বারিকের টিলা, শহীদ সিরাজউদ্দিন লেক হয়ে টেকেরঘাটের লাকমাছড়া দর্শনে বেরোই।
বৃষ্টির বাগড়ায় সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইকে করে ছুটছি অজানা লাকমাছড়ার কোলে। লাকমাছড়াটি পড়েছে তাহিরপুর উপজেলায়। ইতিহাস বলে, প্রাচীন শ্রীহট্টের তিন ভাগে ছিল জয়ন্তিয়া, গৌড় আর লাউড় রাজ্য। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল ‘লাউড় রাজ্য’। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকাজুড়ে বিদ্যমান।
কেউবা বলেন হাওরের রাজধানী। রূপের রানিও বলেন কেউ কেউ। কবিরা বলেন জোছনার শহর। হাওর-বাঁওড় আর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিজের মতো করে তুলে ধরতে সুনামগঞ্জের সুনাম এভাবেই লোকমুখে প্রচারিত হয়েছে। বর্ষার অবসান ঘটিয়ে প্রকৃতিতে তখন তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়েছে মাত্র। শরতেও পিছু ছাড়েনি বিদায়ী বর্ষার বৃষ্টি। তখনই একদিন যাদুকাটা নদ, শিমুলবাগান, বারিকের টিলা, শহীদ সিরাজউদ্দিন লেক হয়ে টেকেরঘাটের লাকমাছড়া দর্শনে বেরোই।
বৃষ্টির বাগড়ায় সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইকে করে ছুটছি অজানা লাকমাছড়ার কোলে। লাকমাছড়াটি পড়েছে তাহিরপুর উপজেলায়। ইতিহাস বলে, প্রাচীন শ্রীহট্টের তিন ভাগে ছিল জয়ন্তিয়া, গৌড় আর লাউড় রাজ্য। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল ‘লাউড় রাজ্য’। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকাজুড়ে বিদ্যমান।
কেউবা বলেন হাওরের রাজধানী। রূপের রানিও বলেন কেউ কেউ। কবিরা বলেন জোছনার শহর। হাওর-বাঁওড় আর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিজের মতো করে তুলে ধরতে সুনামগঞ্জের সুনাম এভাবেই লোকমুখে প্রচারিত হয়েছে। বর্ষার অবসান ঘটিয়ে প্রকৃতিতে তখন তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়েছে মাত্র। শরতেও পিছু ছাড়েনি বিদায়ী বর্ষার বৃষ্টি। তখনই একদিন যাদুকাটা নদ, শিমুলবাগান, বারিকের টিলা, শহীদ সিরাজউদ্দিন লেক হয়ে টেকেরঘাটের লাকমাছড়া দর্শনে বেরোই।
বৃষ্টির বাগড়ায় সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইকে করে ছুটছি অজানা লাকমাছড়ার কোলে। লাকমাছড়াটি পড়েছে তাহিরপুর উপজেলায়। ইতিহাস বলে, প্রাচীন শ্রীহট্টের তিন ভাগে ছিল জয়ন্তিয়া, গৌড় আর লাউড় রাজ্য। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল ‘লাউড় রাজ্য’। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকাজুড়ে বিদ্যমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস