ভিডব্লিউবি (ভিজিডি) ২০২৩-২০২৪ কর্মসূচীর অনলাইনে আবেদন চলছে। আবেদনের যোগ্যতা: * আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নং * 20 থেকে 50 বছর বয়সী অসহায় দরিদ্র মহিলা * পরিবারে কর্মক্ষম দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই। * ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে * ভূমিহীন অথবা জমির মালিকানা 15 শতকের কম হতে হবে * দিনমজুর/কৃষি দিনমজুর কাজ করে * পরিবারে স্কুল অধ্যয়নরত কিশোরী আছে * ঘরের দেয়াল মাটির/পাটকাঠি বা বাঁশের তৈরি * পরিবারের প্রতিবন্ধী সদস্য আছে * একটি পরিবার কেবলমাত্র একটি ভিজিডি কার্ড পাবেন * নির্বাচিত মহিলাগণ বিনা শর্ত ও বিনা মূল্যে ভিজিডি কার্ড পাবেন আবেদনের অযোগ্যতা: * সরকারী চলমান অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচী/প্রকল্পের আওতায় এমন উপকারভোগী * ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ এর মধ্যে ভিডব্লিউবি (পূর্বের ভিজিডি) * বয়স 20 বছরের নিচে ও 50 বছরের উপরে বয়স ভাতাভোগী হিসেবে আবেদন করতে পারবেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস